Breaking News

সুপার ধামাকা! ১২ জুলাই থেকে তুমুল সস্তায় মাত্র কয়েক দিনের সোনার কেনার মেগা সুযোগ

এই দুর্দান্ত সুযোগ বারবার জীবনে আসেনা, যাঁরা বিনিয়োগ করতে চান তাঁদের কাছে এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনাতে বিনিয়োগে আসছে বাম্পার সুযোগ! সোমবার থেকে জলের দামে সোনা কেনার ব্যাপক সুযোগ আসছে ৷

সোমবার সভারেন গোল্ড স্কিমে ২০২১-২২ চতুর্থ সিরিজ (Sovereign Gold Bond Scheme 2021-22 – Series IV) বিক্রির তোড়জোড় চলছে ৷ এই কেনাবেচা ১৬ জুলাই ২০২১ পর্যন্ত চলবে ৷ রিজার্ভ ব্যাঙ্কের এক বিবৃতিতে জানতে পারা গিয়েছে এই প্রকল্পে প্রতি গ্রাম সোনার দাম (Gold Price) স্থির করা হয়েছে ৪,৮০৭ টাকা ৷

(Sovereign Gold Bond) রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমেই কেনাবেচা করা হয় ৷ অনলাইনে (Sovereign Gold Bond) কিনলে বেশ ৫০ টাকা ছাড় পাওয়া যাবে আগামী সোমবার থেকে পাঁচ দিনের জন্য সাবস্ক্রিপশন খুলবে ৷

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানতে পারা গিয়েছে (Sovereign Gold Bond) একটি অর্থবর্ষে সর্বাধিক ৪ কিলো পর্যন্ত সোনা কেনা যেতে পারে ৷ সমস্ত ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SHCIL), পোস্ট অফিস ও মান্যতা প্রাপ্ত স্টকএক্সচেঞ্জ থেকে কিনতে পারা যাবে ৷

বিনিয়োগের জন্য কমপক্ষে এক গ্রাম সোনা কিনতে হবে বিনিয়োগকারীকে ৷ ট্রাস্ট বা কোনও সংস্থার ক্ষেত্রে ২০ কিলো বন্ড কেনার স্বাধীনতা থাকবে ৷ NSE ও BSE এর মাধ্যমে বিক্রি করা হবে ৷ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও পেমেন্ট ব্যাঙ্কে বিক্রি করা হবেনা এই বন্ড ৷

ম্যাচিউরিটির পরে (Sovereign Gold Bond) একদম করমুক্ত হয়ে থাকে ৷ কেন্দ্রীয় সরকার সমর্থিত বলে ডিফল্ট হওয়ার ঝুঁকি নেই ৷ ফিজিক্যাল সোনার তেকে সোনার বন্ড ম্যানেজ করা অত্যন্ত সহজ, প্রায়োরিটির কোনও ঝঞ্ঝাট নেই দাম ২৪ ক্যারাট অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে ৷

এই বন্ড থেকে বেরিয়ে যাওয়াটা অত্যন্ত সুবিধাজনক পদ্ধতি, কারও গোল্ড বন্ড থাকলে তিনি অনায়াসেই ঋণ পেয়ে যাবেন, এর ম্যাচিউরিটি ৮ বছরে হয়ে থাকে, পাঁচ বছর পরে বিক্রির সুবিধা থাকে ৷ ৷

-0+

0< ,.'figure>

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *