এই দুর্দান্ত সুযোগ বারবার জীবনে আসেনা, যাঁরা বিনিয়োগ করতে চান তাঁদের কাছে এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনাতে বিনিয়োগে আসছে বাম্পার সুযোগ! সোমবার থেকে জলের দামে সোনা কেনার ব্যাপক সুযোগ আসছে ৷
সোমবার সভারেন গোল্ড স্কিমে ২০২১-২২ চতুর্থ সিরিজ (Sovereign Gold Bond Scheme 2021-22 – Series IV) বিক্রির তোড়জোড় চলছে ৷ এই কেনাবেচা ১৬ জুলাই ২০২১ পর্যন্ত চলবে ৷ রিজার্ভ ব্যাঙ্কের এক বিবৃতিতে জানতে পারা গিয়েছে এই প্রকল্পে প্রতি গ্রাম সোনার দাম (Gold Price) স্থির করা হয়েছে ৪,৮০৭ টাকা ৷
(Sovereign Gold Bond) রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমেই কেনাবেচা করা হয় ৷ অনলাইনে (Sovereign Gold Bond) কিনলে বেশ ৫০ টাকা ছাড় পাওয়া যাবে আগামী সোমবার থেকে পাঁচ দিনের জন্য সাবস্ক্রিপশন খুলবে ৷
রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানতে পারা গিয়েছে (Sovereign Gold Bond) একটি অর্থবর্ষে সর্বাধিক ৪ কিলো পর্যন্ত সোনা কেনা যেতে পারে ৷ সমস্ত ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SHCIL), পোস্ট অফিস ও মান্যতা প্রাপ্ত স্টকএক্সচেঞ্জ থেকে কিনতে পারা যাবে ৷
বিনিয়োগের জন্য কমপক্ষে এক গ্রাম সোনা কিনতে হবে বিনিয়োগকারীকে ৷ ট্রাস্ট বা কোনও সংস্থার ক্ষেত্রে ২০ কিলো বন্ড কেনার স্বাধীনতা থাকবে ৷ NSE ও BSE এর মাধ্যমে বিক্রি করা হবে ৷ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও পেমেন্ট ব্যাঙ্কে বিক্রি করা হবেনা এই বন্ড ৷
ম্যাচিউরিটির পরে (Sovereign Gold Bond) একদম করমুক্ত হয়ে থাকে ৷ কেন্দ্রীয় সরকার সমর্থিত বলে ডিফল্ট হওয়ার ঝুঁকি নেই ৷ ফিজিক্যাল সোনার তেকে সোনার বন্ড ম্যানেজ করা অত্যন্ত সহজ, প্রায়োরিটির কোনও ঝঞ্ঝাট নেই দাম ২৪ ক্যারাট অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে ৷
এই বন্ড থেকে বেরিয়ে যাওয়াটা অত্যন্ত সুবিধাজনক পদ্ধতি, কারও গোল্ড বন্ড থাকলে তিনি অনায়াসেই ঋণ পেয়ে যাবেন, এর ম্যাচিউরিটি ৮ বছরে হয়ে থাকে, পাঁচ বছর পরে বিক্রির সুবিধা থাকে ৷ ৷
-0+
0< ,.'figure>