এই মুহূর্তে টক অফ দ্য টাউন হলেন বলিউডের বাজিরাও তথা Ranveer Singh। বিদেশি পত্রিকার আয়োজনে মার্কিন পপ কালচারের আইকন Burt Reynolds -এর কায়দায় পোজ দিতে দেখা গিয়েছে রণবীরকে। সম্পূর্ন নগ্ন তিনি, কখনো শুয়ে তো কখনো বসে অদ্ভুত ভঙ্গিমায় ফটোশ্যুট করেছেন।
রণবীর যে এই প্রথম নগ্ন হয়েছেন এমনটা নয়। ২০১৭ সালে একবার বাথটবে নগ্ন হয়ে ফটোশ্যুট করিয়েছিলেন। কারণ, তার এই নগ্ন হওয়া নিয়ে রণবীর খুবই আত্মবিশ্বাসী। তিনি ইতিমধ্যে ফলাও করে বলেছেন যে হাজার বার হাজার জনের সামনে নগ্ন হতে পারি।
তিনি এও জানিয়েছেন যে শারীরিকভাবে নগ্ন হওয়া তার কাছে কোনো কঠিন বিষয় নয়। হাজার হাজার মানুষের সামনে নগ্ন হওয়ার ক্ষমতা রাখেন তিনি। কিচ্ছু যায় আসে না তাতে করে। কিন্তু যাদের সামনে হবেন তারা হয়তো অপ্রস্তুত অবস্থায় পড়বে।