Breaking News

ভারতীয় বাজারে ফের সোনার দাম নিম্নমুখী আরও সস্তা হল সোনার দাম

বুধবার ভারতীয় বাজারে ফের সোনার দাম নিম্নমুখী। এমসিএক্স সূচকে ০.৪% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫১,১৪০ টাকা। অর্থাৎ গত ৫ দিনে এই নিয়ে চতুর্থ বার পড়ল সোনার দর।

পাল্লা দিয়ে সূচকে ০.৭৫% দর পড়ল রুপোরও, যার জেরে প্রতি কেজির দাম দাঁড়াল ৬৭,৯৮২ টাকা। যদিও গতকাল ০.৫৫% বৃ’দ্ধি দেখা দিয়েছিল রুপোর দামে। তবে ০.৬% পতন ঘটেছিল সোনার দরে।

গত ৭ অগস্ট সোনার যে রেকর্ড উত্থান দেখা দিয়েছিল, তার তুলনায় বর্তমানে ৫,০০০ টাকা দাম কম যাচ্ছে ১০ গ্রামের হিসেবে। কেজিতে ৮০,০০০ টাকার কাছাকাছি পৌঁছানোর পরে রুপোর দামও আগের তুলনায় বেশ কিছুটা পড়েছে।

ভারতের বৃ’হত্তম সূচক জানিয়েছে, এ যাব’ৎ সর্বকালীন বিক্রির রেকজর্ড দেখা গিয়েছে রুপোয়। অগ্স্ট-সেপ্টেম্বর মাসের হিসেব বলছে, মোট ১৩৯.৯৬৫ টন রুপোর লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৯৩৭ কোটি টাকা।

আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দাম স্থিতিশীল দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, মা’র্কিন ডলারের দাম চড়ার ফলে বিশ্বজুড়ে দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিতে নিরাপ’দ সম্পদ হিসেবে ল’গ্নিকারীদের পছন্দের তালিকায় স্থায়ী জায়গা করে নিয়েছে সোনা।

এ দিন স্পট গোল্ড সূচকে সোনার দামে প্রায় কোনও হেলফেরই ঘটেনি বলে প্রতি আউন্সের দাম যাচ্ছে ১,৯২৯.৩০ ডলার। পাশাপাশি, ০.২% পতনের কারণে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৬.৬৬ ডলার।

আগামিকাল বৃহস্পতিবার নীতি নির্ধারণ বৈঠকে বসছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক। আগামী স’প্ত াহে বৈঠকে বসবে আমেরিকার ফেডারেল রিজার্ভ-ও। এই দুই প্রধান অর্থনৈতিক সংস্থা বিশ্বব্যাপী অতিমা’রীর আবহে ঝিমিয়ে পড়া অর্থনীতি চা’ঙ্গা করতে কী পদ’ক্ষেপ করে, আপাতত সে দিকেই নজর রয়েছে বিনিয়োগকারীদের।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *