Breaking News

বিশাল ফুটবল মাঠে জনপ্রিয় হিন্দি গানের সাথে যুবতীর তুমুল নাচ, এমন নাচ দেখে সবাই মুগ্ধ, ব্যাপক ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: নৃত্য বা নাচ আমরা সকলেই কম বেশি পছন্দ করে থাকি। বিশেষ করে কোনো অনুষ্ঠানে আমরা নাচের প্রোগ্রাম অবশ্যই দেখে থাকি। কার যেকোনো ভালো গানের সাথে যেন নাচের তালে এমনিতেই উঠে যায়? সাংস্কৃতিক অঙ্গনের নাচ অন্যতম। নাচের মাধ্যমে অনেক শিল্পীরা অনেক বড় ধরনের ভূমিকা পালন করে। নাচের মাধ্যমে নিজ দেশে অন্য দেশের কাছে উপস্থাপন করা যায়।

আর এই নাচের উপস্থাপনের মাধ্যমে অন্য দেশগুলো জানতে পারে আমাদের সংস্কৃতি ব্যাপারে। প্রত্যেক দেশের সংস্কৃতির ওপর নাচের কিছু অংশ থাকে। কারণ নাচ হচ্ছে সংস্কৃতির প্রকাশের একটি অন্যতম মাধ্যম। নাচের অঙ্গভঙ্গির দিয়ে আমরা আমাদের সংস্কৃতির পরিচয় দিয়ে থাকি।

আমাদের দেশে বিভিন্ন ধরনের নাচ রয়েছে। আমরা ভাষা বেঁধে অঞ্চলভেদে নাচের প্রকাশ করে। তবে একেক অঞ্চল একেক ধরনের নাচের উপর বিখ্যাত। ভারতীয় উপজাতির মধ্যে ঝুম নাচ ব্যাপক জনপ্রিয়। ঠিক এরকম করে একেক অঞ্চলে একেক রকম নাচের পরিচয় বহন করে।

বর্তমানে আমরা প্রায়ই অনেক নাচের ভিডিও হরহামেশাই দেখা থাকি। এমন কোন গান নেই যে তার নাচ হয় না। গানের শিল্পী এমন গুণী যে প্রত্যেক গানের সাথে জনতার খুঁজে পায়। তাই আমরা আপনাদের কাছে এমন একটি নাচের ভিডিও নিয়ে এসেছি যা নেট দুনিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়।

আর এই নাচের ভিডিওতে দেখা যায় বিশাল এক বড় ফুটবল মাঠে এক জনপ্রিয় হিন্দি গানের সাথে এক যুবতী নাচ। তার নাচে প্রত্যেকটি পদক্ষেপ জেনেও অসাধারণ ছিল। যদিও হিন্দি গানটি ব্যাপক জনপ্রিয় এবং এই গানের সাথে প্রচুর পরিমাণে নাচের শিল্পীরা বেঁচেছে এবং প্রচুর পরিমাণে ভিডিও করেছে। তবুও এই নাচের ভিডিওটি একদম অন্যরকম এবং অসাধারণ।

আমাদের দেশে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচ বাধ্যতামূলক। সাংস্কৃতিক অঙ্গনের একটি মূল অংশ হচ্ছে নাচ। নাচের তাল মানুষকে আনন্দ দেয়। এবং নাচের তাল এর মাধ্যমে গানের বহিঃপ্রকাশ ঘটে। কারণ নাচি শুধু পারে গানের অর্থ কি অঙ্গ ভঙ্গি এর মাধ্যমে প্রকাশ করতে। আমাদের দেশে এমন অনেক বিখ্যাত নাচের শিল্পী আছে যারা ব্যাপক জনপ্রিয়।

তারা শুধুমাত্র জনপ্রিয়তা পেয়েছে তাদের নাচের মাধ্যমে। কারণ তারানাথ কে ভালবাসে এবং নাচের মাধ্যমে তারা গানের মূল ভাবটি তুলে ধরে আনতে পারে। আমরা গান শুধু শুনতে পারি তবে গানের কথা কে প্রাণ দিতে পারে একমাত্র নাচ। আর এই গানের কথাগুলো কে প্রাণ দিয়ে নাকি আমাদের সামনে তুলে এনে দেয় গানের মূল্যায়ন।

আমরানেট দুনিয়ার যে কোন সোশ্যাল মিডিয়াতে গেলে নাচের অনেক ধরনের ভিডিও দেখে থাকি। বর্তমানে ছোট বড় সকল এই নাচ পছন্দ করে এবং প্রায়শই তারা নাচের ভিডিও করে মে দুনিয়া ছেড়ে দেয়। তবে এগুলো ভিডিওর মাঝখানে কিছু কিছু ভিডিও আছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

বল মাঠে এই যুবতীর নাচের ভিডিওটি এত পরিমাণে ভাইরাল হবে সেটা অভাবনীয়। কারণ তিনি যে গানের সাথে নাচ পরিবেশন করেছেন সেটি হিন্দি গানের খুবই জনপ্রিয় একটি গান। এই ধরনের বহিঃপ্রকাশ ঘটেছে এই যুবতী নাচের মাধ্যমে। যুবতী তার নাচকে এতটা এত সুন্দরভাবে তুলে ধরেছে যেন গানের বহিঃপ্রকাশ ঘটেছে এবং গানের অর্থ পরিপূর্ণতা পেয়েছে।

এই জনপ্রিয় হিন্দি গানটিতে এমন কেউ নাচে নিয়ে যা পাওয়াই বাহুল্য। তাপসী এই যুবতী বিশাল ফুটবল মাঠে গিয়ে একাই এই জনপ্রিয়তা হিন্দি গানে নেচে নেট দুনিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। বিশাল ফুটবল মাঠের জনপ্রিয় হিন্দি গানের সাথে যুবতীর নাচের ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে আপনারা নিচের লিংকে ক্লিক করতে পারেন।

Check Also

বৃষ্টির সময় ছাদে টিপ টিপ বর্সা পানি গানের সাথে অস্থির নাচ তরুণীর, এ যেন এক দারুন কম্বিনেশন, তুুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: প্রতিভা কে না দেখাতে চায়। আমাদের দেশের গ্রামে গঞ্জে নাচ গান আবৃত্তি সহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *