Breaking News

ফের কম হলো সোনা-রুপোর দাম, দেখে নিন হলমার্ক সোনার বাজারদর

চলতি সপ্তাহে পরপর দুইদিন সোনার মূল্যে পতন অব্যাহত থাকায় বৃহস্পতিবার দিন এমসিএক্স সূচকে ভারতীয় বাজারে 10 গ্রাম গোল্ড ফিউচারস এর দাম কমে দাঁড়ালো 50,809 টাকায়। লক্ষীবারে রেকর্ড দরের থেকে 5500 টাকা কমল হলুদ ধাতুর মূল্য। সোনার সাথে পাল্লা দিয়ে কমলো রুপোর দাম। এদিন 1কিলোগ্রাম রুপোর দাম 0.11 শতাংশ কমে ঠেকলো 61,467 টাকায়!

অন্যদিকে বৃহস্পতিবার দিন ভারতীয় বাজারের সাথে পাল্লা দিয়ে বিশ্ববাজারেও দর কমেছে সোনার। বর্তমানে 1 আউন্স স্পটগোল্ড এর দাম ঘোরাফেরা করছে 1850 ডলারের গুরুত্বপূর্ণ স্তরে। সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ ধাতুর নিরিখে একা আউন্স রূপো এবং হীরের দাম যথাক্রমে 0.5 এবং 0.1 শতাংশ কমে দাঁড়িয়েছে 21.86 ডলার এবং 943.15 ডলারে।

এদিন সম্পূর্ণ বিষয়টি নিয়ে হিন্দুস্তান টাইমসের “লাইভ মিনটে” রাহুল কালান্ত্রি জানান, টানা পাঁচটি সেশনে “সবুজে” শেষ হওয়ার পর অবশেষে বুধবার দিন সোনা এবং রুপোর দাম কমে গিয়েছে। আর এর নেপথ্যে থাকা কারণ হিসেবে তিনি জানান, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বৈঠকের বিষয়বস্তু প্রকাশিত হওয়ার পর ডলারের ওপরে যে প্রভাব পড়েছিল তার জেরেই কমতে থাকে সোনা এবং রুপোর মূল্য।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার কলকাতার বাজারে জিএসটিবিহীন সোনা এবং রুপার মূল্য কত টাকা পড়বে, 1) 24 ক্যারেট দশ গ্রাম পাকা সোনা- 51,860 টাকা (পূর্বে ছিল 52,000 টাকা)।, 2) 22 ক্যারেট দশ গ্রাম গয়না সোনা- 49,200 টাকা (যা পূর্বে ছিল 49,350 টাকা)।

3) 22 ক্যারেট দশ গ্রাম হলমার্ক গয়না সোনা- 49,950 টাকা (যা পূর্বে ছিল 50,100 টাকা)।, 4) 1 কিলোগ্রাম রুপোর বাট যা পূর্বে ছিল 62,050 টাকা। (যা পূর্বে ছিল 61,950 টাকা)।, 5) 1 কিলোগ্রাম খুচরা রুপো-62,150 টাকা। (যা পূর্বে ছিল 62,050 টাকা)।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *