Breaking News

ফের কমল সোনা-রূপোর দাম, জেনে নিন আজকের বাজার দর

দারুন সস্তা হলো সোনা রূপা। কেনার হলে আজই কিনুন সোনা রুপার দাম নিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কিছুদিন ধরেই সোনার দাম আকাশ ছোয়া। তবে গত কালের তুলনায় সোনার দাম সামান্য কমেছে। মঙ্গলবার ২২ ক্যারাট ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার কত দাম হল, জেনে নিন আজকের প্রতিবেদনে।

বর্তমান বিশ্বে যুদ্ধ ও মুদ্রাস্ফীতির ফলস্বরূপ সোনার দাম ক্রমাগত উর্দ্ধগামী। তবে সোনার দাম টানা ওপরে ওঠার পর ধীরে ধীরে পুনরায় নামতে শুরু করেছে। সপ্তাহের প্রারম্বে এমসিএক্স সূচক অনুযায়ী ১০ গ্রাম সোনার দাম বেশ অনেকটাই কম। শুধু তাই নয়, আগামী দিনে সোনার দাম আরও কমার সম্বাবনা আছে, তেমনটাই নাকি মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কি সোনা কেনার মোক্ষম সময় হাজির? এমনকি আন্তর্জাতিক বাজারেও সোনার দামের পতন ঘটেছে।

সোনার দাম যেভাবে তরতর করে বাড়ছিল তাতে রাতের ঘুম উড়ে যাচ্ছিল মেয়ের বাবা মা-দের। তবে কয়েকদিন ধরে সোনার দাম কমাতেই দোকানে ভিড় বাড়ছিল মধ্যবিত্তের। বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, মুদ্রাস্ফীতির হার পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল ফেডারেল রিজার্ভে মুদ্রাস্ফীতির সাথে। সেই জন্যই সোনার দাম যদি একদিন কমে, তবে আবার দুদিন পর বেড়েও যায়। শুধু যে সোনা তা নয়, রূপোর দামও একাধারে কমেছে বেশ খানিকটা। কিন্তু সোনার দাম কমায় স্বস্তি ফিরে পেল মধ্যবিত্ত পরিবারের লোকজন।

এক সময় সোনার দাম ছুঁয়েছিল প্রায় ৫০ হাজার, সম্প্রতি ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫০ হাজারের অনেকটাই নীচে রয়েছে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৪৫০টাকা, জি.এস.টি ছাড়া। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,৮৭০ টাকা। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৫৭,৪০০ টাকা। তবে বিয়ের মরশুমের আগে সোনার দাম কমায় স্বস্তির নিশ্বাস পড়ছে সাধারণ মানুষের।

Check Also

বারবার পিপাসা, প্রস্রাবের চাপ! কিসের ইঙ্গিত

যেকোনো রোগের প্রাথমিক লক্ষণ দেখেই যদি সতর্ক হওয়া যায়, তবে তার চিকিৎসা হতে পারে সহজতর। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *