Breaking News

ফের একধাক্কায় কমল সোনার দাম, দেখে নিন কলকাতায় কত হল

বিগত বছর সেপ্টেম্বর মাসের পর থেকে ক্রমাগত কমছে সোনার দর। বর্তমানে এক আউন্স স্পট গোল্ডের দাম ঠেকেছে 1734.97 ডলারে। অন্যদিকে বিগত কুড়ি বছরের সর্বাধিক স্তরে ডলারের মূল্য পৌঁছে যাওয়ায় বিগত 9 মাসের তুলনায় সব থেকে সস্তা হয়েছে সোনা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার দিন জিএসটি ছাড়া কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম কত টাকা ছিল-

1)24 ক্যারেট দশগ্রাম পাকাসোনা- 51,450 টাকা। 2)22 ক্যারেট দশগ্রাম গয়নাসোনা- 48,800 টাকা। 3)22 ক্যারেট দশগ্রাম হলমার্ক সোনা -49,550 টাকা। 4)প্রতি কেজি রুপোর বাট-57,200 টাকা। 5)প্রতি কেজি খুচরা রুপো-57,300 টাকা।

মঙ্গলবার দিন ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে 10 গ্রাম গোল্ডফিউচারস এর দাম 0.12 শতাংশ বেড়ে 50,705 টাকায় ঠেকেছে। তবে তুলনামূলকভাবে রুপো হয়েছে সস্তা। 0.78 শতাংশ ওরফে 442 টাকা কমে 1 কিলোগ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে 56,483 টাকায়।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *