বিগত বছর সেপ্টেম্বর মাসের পর থেকে ক্রমাগত কমছে সোনার দর। বর্তমানে এক আউন্স স্পট গোল্ডের দাম ঠেকেছে 1734.97 ডলারে। অন্যদিকে বিগত কুড়ি বছরের সর্বাধিক স্তরে ডলারের মূল্য পৌঁছে যাওয়ায় বিগত 9 মাসের তুলনায় সব থেকে সস্তা হয়েছে সোনা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার দিন জিএসটি ছাড়া কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম কত টাকা ছিল-
1)24 ক্যারেট দশগ্রাম পাকাসোনা- 51,450 টাকা। 2)22 ক্যারেট দশগ্রাম গয়নাসোনা- 48,800 টাকা। 3)22 ক্যারেট দশগ্রাম হলমার্ক সোনা -49,550 টাকা। 4)প্রতি কেজি রুপোর বাট-57,200 টাকা। 5)প্রতি কেজি খুচরা রুপো-57,300 টাকা।
মঙ্গলবার দিন ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে 10 গ্রাম গোল্ডফিউচারস এর দাম 0.12 শতাংশ বেড়ে 50,705 টাকায় ঠেকেছে। তবে তুলনামূলকভাবে রুপো হয়েছে সস্তা। 0.78 শতাংশ ওরফে 442 টাকা কমে 1 কিলোগ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে 56,483 টাকায়।