নিজস্ব প্রতিবেদন: এই ভিডিওটি মূলত একটি মাংস বিক্রেতা এবং একটি পাখিকে নিয়ে। এখানে দেখা যাচ্ছে যে একদিন এক মাংস বিক্রেতা পাখির মাংস খুঁজতে একটি জঙ্গলে গেল। সেখানে সে একটা পাখিকে আটক করে আটক করার পর পাখিটি তাকে রিকোয়েস্ট করলো ছেড়ে দেওয়ার জন্য। পাখিটি তাকে অনুরোধ করে বলল আমি এতোটুকু একটা পাখি আমাকে বিক্রি করে তুমি কত টাকা পাবে আমি তোমাকে কিছু এডভাইস দিব যেটা তুমি যদি মেনে চলতে পারো তাহলে তুমি জীবনে অনেক কিছু করতে পারবে।
লোকটি চিন্তায় পড়ে গেল চিন্তা করলো যে আসলেই তো এটুকু একটা পাখির মাংস বিক্রি করে আমি কত টাকা পাব। যদি আমি পাখি এডভাইস গুলো কাজে লাগাতে পারি তাহলে হয়ত আমি জীবনে ভালো কিছু করতে পারবো। এরপর পাখিটি বললো যখন তুমি আমাকে এখান থেকে ছেড়ে দিবে আমি যখন উরা শুরু করব তখন আমি তোমাকে প্রথম এডভাইস দিব।
আর আমি যখন ডালে যেয়ে বসব তখন আমি তোমাকে দ্বিতীয় এডভাইস দিব। আর আমি যখন আরো উপরে উড়ে যাব তখন আমি তোমাকে তৃতীয় এডভাইস দিব। এই কথা বলার পর মাংস বিক্রেতা টি পাখিটিকে ছেড়ে দিলো এরপর পাখিটি উড়তে উড়তে বললো-
প্রথম এডভাইস হল- অতীতে করা ভুল গুলোর জন্য অনেক বেশি অনুশোচনা করে নিজেকে দুঃখ কষ্ট দিয়ে ভরিয়ে তুলবেন না। এরপর সে আরেকটু উড়ে গিয়ে ডালে উঠে বসল এবং বলল-
আমার দ্বিতীয় এডভাইস হল- এমন কোনো কিছুকে বিশ্বাস করবেন না যেটা আপনার কমন সেন্সের বিরুদ্ধে যাচ্ছে যদি না সেটার কোন প্রমাণ আপনার কাছে থাকে। এরপর পাখিটি হাসতে লাগলো এবং বলল আপনি অনেক বোকা একজন মানুষ। আমার পেটের ভিতরে দুটো হীরের টুকরো আছে আপনি যদি আমাকে বিশ্বাস করে ছেড়ে না দিতেন তাহলে আজকে আপনি এই দুটো হিরে মালিক হয়ে যেতেন।
এই কথাটি শোনার পর মাংস বিক্রেতা খুবই অনুশোচনা করতে লাগলো এবং সে চিন্তা করল সে বড় ভুল করে ফেলেছে পাখিটিকে ছেড়ে দিয়ে এটার জন্য সে নিজেকে দোষ দিতে লাগলো। এরপর পাখিটি আবার হাসতে হাসতে বলল আমিতো আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনি আমার এডভাইস দুটোকে কাজে লাগাতে পেরেছেন কিনা। কিন্তু আপনি তো আমার প্রথম দুটি এডভাইস কাজে লাগাতে পারেন নি আপনি তো হীরার কথা শোনা মাত্রই খুবই অনুশোচনায় পড়ে গেলেন।
আপনি কি এতটুকু বুঝতে পারেন না আমি এইটুকু একটা পাখি আমার পেটের ভিতর কিভাবে দুটো হীরের টুকরো থাকবে। আপনি যখন আমার দুটো এডভাইস কাজে লাগাতে পারেননি তাহলে তৃতীয় টি বলে আর কি হবে আপনি তো সেটাকে কাজে লাগাতে পারবেন না। মাংস বিক্রেতা নিজের ভুল বুঝতে পারল এবং বলল ঠিক আছে এবার তোমার তৃতীয় এডভাইস টা তো দাও পাখিটি বলল-
আমার তৃতীয় এডভাইস হল- আপনি ইতিমধ্যে যা জেনেছেন তা যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে নতুন কোন কিছু শেখার আগ্রহ আর থাকবে না। পাখি এবং মাংস বিক্রেতার এই গল্পটি ইউটিউবে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর মানুষ এই ভিডিওটি খুব আগ্রহ সহকারে দেখছে। এবং এটা থেকে এডভাইস নিয়ে নিজেদের জীবনে কাজে লাগাতে পারছে।
আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা কোনো কিছু চিন্তা-ভাবনা না করেই কাজ করে ফেলে এবং অতীতে করা ভুল গুলোর জন্য পরে অনেক অনুশোচনা করে যা তাদেরকে মানসিকভাবে খুবই দুর্বল করে দেয় এবং যা খুবই কষ্টকর।