Breaking News

দুর্দান্ত অফার! মাত্র 750 টাকায় পাওয়া যাচ্ছে 24 হাজারের Samsung Galaxy F23 স্মার্টফোন, কিভাবে করবেন অর্ডার? জানুন বিস্তারিত

চলমান অনলাইন সেলে এইবার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এলো ফ্লিপকার্ট! খুব কম খরচে মাত্র হাজার টাকার কম মূল্যে আপনি পেয়ে যেতে পারেন Samsung Galaxy F23 5g। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি! 23,999 টাকা বাজার মূল্যের এই ফোনটিকে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন মাত্র 750 টাকায়। ভাবছেন কীভাবে? আসুন জেনে নেওয়া যাক!

অনলাইন সেলে পাওয়া ছাড়ের দরুণ 15,999 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন নতুন Samsung Galaxy F23 5g। এছাড়াও আইসিআইসিআই ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে থাকছে অতিরিক্ত 1000 টাকা ছাড়। তাছাড়াও অ্যাক্সিস ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে লেনদেনে টেন পার্সেন্ট অফ। এখানেই শেষ নয় এছাড়াও আপনার পুরনো ফোনের এক্সচেঞ্জের নতুন Samsung Galaxy F23 5g ঘরে আনতে পেয়ে যেতে পারেন 12,250 এক্সচেঞ্জ ছাড়।

তবে এক্ষেত্রে আপনার কোন পুরোনো ফোনটিকে যথেষ্ট ভালো কন্ডিশনে থাকতে হবে সাথে ফোনের বক্স থাকতে হবে অক্ষত অবস্থায়। তবে মনে রাখা দরকার 3000 টাকার উপরে কেনাকাটা করলেই তাদের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য। তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন এই Samsung Galaxy F23 5g এর স্পেসিফিকেশন সমূহ-

6.6 ইঞ্চি ডিসপ্লে যুক্ত এই ফোনে থাকছে শক্তিশালী স্নাপড্রাগণ 750g চিপসেট। এছাড়াও 6gb RAM ও 128gb ROM যুক্ত এই ফোনটিকে তিনটি ভেরিয়েন্ট এ বাজারে লঞ্চ করা হয়েছে। ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বলতে গেলে পেছনে থাকা তিনটি ক্যামেরার মধ্যে 50mp প্রাইমারি ক্যামেরা সেনসর ও অপর দুটি 8mp আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও 2mp ক্যামেরা থাকছে। সেলফি এর ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 8mp সেন্সর।

5000mh এর ব্যাটারি সহ এই স্মার্টফোনটিতে থাকছে ফাইভজি,ফোরজি,এলটিই,ইউএসবি টাইপ সি ও 3.5 এমএম হেডফোন জ্যাক, এনএসবি, জিপিস/এ -জিপিএস, ব্লুটুথ এবং ওয়াইফাই এর মত অত্যাধুনিক ফিচারসমূহ। তাই আর দেরি না করে আজই অফারটিকে উপলব্ধ করুন!

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *