আপনি যদি একজন এসবিআই গ্রাহক হন তবে আপনার জন্য এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ! কেননা এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সামনে এসবিআই এর নতুন আর্থিক লেনদেনের নয়া নির্দেশিকা সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে চলেছি। সরকার নির্ধারিত নিয়ম-নীতির গাইডলাইনস সঠিকভাবে পালন করে থাকে এসবিআই। কেননা এটি দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর এইবার এসবিআই কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের সুরক্ষা আরো বেশি নিশ্চিত করতে নিয়ে এলো নয়া নীতি।
আপনার যদি এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তবে এইবার থেকে টাকা তোলার নিয়মে আসছে বিরাট পরিবর্তন। ইতিমধ্যেই এই পরিবর্তনের কথা ব্যাংক থেকে জারি করা নোটিশের মাধ্যমে পৌছে দেওয়া হয়েছে গ্রাহকদের কাছে। কি আছে সেই পরিবর্তিত পদ্ধতিতে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। টুইটারে সাইবার সেল দ্বারা একটি নোটিশ জারি করে তা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
লেনদেনকে আরও সুরক্ষিত করে তোলার জন্য এফবিআই এর তরফে নয়া ওটিপি নিয়ম চালু করা হয়েছে। যেক্ষেত্রে আপনি যদি 10000 টাকার বেশি এটিএম ট্রান্সকসান এমাউন্ট তুলতে চান সেক্ষেত্রে আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপি আপনি যদি এটিএমে এন্ট্রি না করেন তাহলে আপনাকে টাকা দেওয়া হবে না। ব্যাংক জালিয়াতি ও বাবা মায়ের অ্যাকাউন্ট থেকে তাদের অজ্ঞাত অবস্থায় ছেলেমেয়েদের টাকা তোলা রুখতে এসবিআই এই নতুন পরিষেবা নিয়ে এসেছে গ্রাহকদের জন্য।
অর্থাৎ,এইবার থেকে এসবিআই অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি যদি এটিএম থেকে টাকা তুলতে চান সেক্ষেত্রে 10000 টাকার বেশি তুলতে গেলেই আপনাকে এন্ট্রি করতে হবে নির্ধারিত নাম্বারে পাঠানো ওটিপি। নতুবা আপনাকে কোনরূপ টাকা দেওয়া হবে না। ব্যাংক জালিয়াতি রুখতে এসবিআই এর এই নতুন পদক্ষেপের সাদর সম্ভাষণ করছেন গ্রাহকেরা!