রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে এইবার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নিয়ে আসা হল সুবর্ণ সুযোগ! খাদ্য দপ্তরের নতুন বিজ্ঞপ্তি অনুসারে মাধ্যমিক পাস যোগ্যতায় মিলবে রেশন ডিলারশিপ। অবাক হচ্ছেন? আজ্ঞে হ্যাঁ! রাজ্যের বিভিন্ন জেলায় মোট 30টি পদে নিয়োগ করা হবে রেশন ডিলার।
তাই আবেদন করতে আজই জেনে নিন বিস্তারিত- 1)পদের নাম- রেশন ডিলার। 2)মোট শূন্যপদ-ত্রিশটি। 3)শিক্ষাগত যোগ্যতা-ন্যূনতম মাধ্যমিক পাশ। 4)বয়স- প্রার্থীকে 18 থেকে 45 বছর বয়সী হতে হবে।
5)নিয়োগ স্থান-মালদা,উত্তর 24 পরগনা,পূর্ব মেদিনীপুর জেলার ব্লক বা পৌরসভা,মহাকুমা,গ্রাম পঞ্চায়েত প্রভৃতি এলাকায় নিযুক্ত করা হবে। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার আবেদনকারীকে উক্ত স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে।
6)আবেদন পদ্ধতি- অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন প্রার্থীরা আবেদনপত্র পাঠাতে পারবেন। অনলাইন মাধ্যমে আবেদন করতে Food.wb.gov.in অর্থাৎ খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যাবতীয় নথি জমা করে
আবেদন করতে হবে এবং অফলাইন আবেদনের ক্ষেত্রে যাবতীয় নথিপত্র হাজার টাকা আবেদন ফি সহ নির্ধারিত বয়ানে (ফর্ম সি)তে একটি মুখ বন্ধ খামে ভরে স্পিড পোস্ট বা রেজিস্টারড পোস্টে নিকট সংশ্লিস্ট মহকুমা নিয়ামকের কাছে জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস- 1) মাধ্যমিকের এডমিট ও সার্টিফিকেট। 2) আধার ও ভোটার কার্ড। 3) কাস্ট সার্টিফিকেট। 4) এক কপি রঙিন ফটো। 5) স্থানে পরিচয়পত্র। আবেদনের শেষ তারিখ 27শে জুলাই 2022 এ প্রকাশিত এই বিজ্ঞপ্তির 21 দিনের মধ্যে আবেদনপ্রার্থীরা আবেদন করতে পারবেন।