নিজস্ব প্রতিবেদন: অনেক ভিডিও আমরা সকলে ফেসবুক, ইউটিউবে দেখতে পাই ।সেই ভিডিও গুলো মধ্যে কিছু ভিডিও রাতারাতি জনপ্রিয় হয়ে যায় ফেসবুক ইউটিউব এ । ভিডিও গুলি ট্রেন্ডিং ও এসে যায় অনেক সময়। সে ভাইরাল নাচ গুলোর মধ্যে রয়েছে অনেকগুলো পুরনো গানের নাচ আবার অনেক নতুন গানের নাচ ও। এমন একটি গানে নাচে দেখালো কয়েকটি তরুণী । যুবতীদের নাচ ভাইরাল হয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। তাদের এই নাচের ভিডিও সাড়া ফেলেছে অনেক নেটিজেনদের মনে।
গানের নাচ ইতিমধ্যেই মন জয় করেছে অনেকের মন ।গানটি সাধারণ হলেও গানের তালে তাদের নাচটি ছিল অসাধারণ । তারা এই নাচ টি নেচে রীতিমত ভাইরাল হয়ে পড়ে সমগ্র নেট জগতে। তাদের নাচ ছিল খুবই চমৎকার। তারা গানের তালে তালে নাচে যাচ্ছিল।তার নাচের তাল গানের সাথে মিশে মিলে একটি অদ্ভূত রকমের সুন্দর লাগা কাজ করছিল। তারা যেন হুবহু গানের তাল এর সাথে তাদের নাচ পরিবেশন করতে যাচ্ছিল ।
তারা সকলে অতি নিখুঁতভাবে তাদের নাচ প্রদর্শন করে নেচে যাচ্ছিল। তারা সুন্দর করে তাদের প্রতিটি নাচের স্টেপ ফলো করছিল। সকলকে করছে তাদের প্রশংসা ।অনেকে নেটিজেনরা করছে সমালোচনা । সকলকে তাদের নাচের তালে মুগ্ধ করে দিয়েছে। তারা তাদের সেই নাচের ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলের দিয়ে রীতিমত ভাইরাল হয়ে যায় সমগ্র নেট দুনিয়ায় ।তাদের নাচের ভঙ্গিমার প্রশংসা করছে সকলেই। তাদের নাচের ভঙ্গি জন্যই তাদের এই নাচ এত জনপ্রিয় হয়ে ভাইরাল হয়েছে সকল নেটিজেন।
সকলেই উপভোগ করেছে সে তরুনীদের ভাইরাল হওয়া নাচটি, এই সময়ে গানটি খুব জনপ্রিয় হয়েছে পাশাপাশি এই গানের নাচ ও ।এই গানটি ছিল যেমন খুব অসাধারণ তার নাচ ছিল চমৎকার। কয়েকটি তরুণী তাদের একটি নাচের গ্রুপ করে নেচে তা ভিডিও করে ইউটিউব,ফেসবুক পেজ এ আপলোড করে দেয়। আপলোড করার পর তাদের সেই ভিডিওটি নেটিজেনদের কাছে আসতে শুরু করে। নেটিজেনরা সেই তরুনীদের নাচের অনেক প্রশংসা করে।
তরুনীদের নাচছিল নিখুঁত সঠিক।তারা নাচের সব ভঙ্গিমা অনুসরণ করে নেচে যাচ্ছিল ।তাদের নাচ যেন সকল নেটিজেনদের মন কেড়ে নিয়েছে ।গানটি জনপ্রিয় হওয়ার সাথে সাথে তরুণীর নাচ ইতিমধ্যে কাঁপাচ্ছে ইন্টারনেট দুনিয়া। প্রায় কয়েক মিলিয়ন ভিউ হয়ে গেছে সেই তরুনীদের নাচের ভিডিও তে। তাদের নাচের ধরন দেখে সকলে করছে সে তরুনীদের নাচের প্রশংসা।
তাদের নাচতে ছিল খুবই চমৎকার সুন্দর ভাবে তারা তাদের সকল স্টেপ সম্পূর্ণ করেছে।তাদের নাচের ভঙ্গি ছিল অসাধারণ। তারা গানের তালে তালে নাচের তাল দিয়ে সাড়া ফেলে দিয়েছে সমগ্র সামাজিক যোগাযোগ মাধ্যম দুনিয়ায়। অনেকে করছে তাদের আলোচনা সমালোচনা।তাদের নাচ ভাইরাল হওয়ার পিছনে রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম।তারা এই পরিশ্রম করছে বিধায় আজ তারা সফল।