করোনা কালে বিশ্বজুড়ে সৃষ্ট আর্থিক মন্দা মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে! অনেকেই উপার্জনের বিকল্প রাস্তা খুঁজে নিয়েছেন। কেননা গতে ধরাবাঁধা উপার্জন করে আর দিন চলছে না সাধারণের! কেউ কেউ অবসর সময়কে কাজে লাগিয়ে অতিরিক্ত উপার্জনের দিকে বেশি ঝুকেছেন। তাই আজ আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনার সামনে নিয়ে এসেছি এমন এক ব্যবসায়ীক ক্ষেত্রের সন্ধান যাতে করে ঘরে বসেই আপনি প্রতিমাসে মোটা টাকা আয় করতে পারবেন।
দেশের অন্যতম বৃহৎ ব্রোকারেজ হাউস আইসিআইসিআই ডাইরেক্ট এ ডিম্যাট অ্যাকাউন্ট খুললেই আপনি প্রতিবারে 750 টাকা আয় করতে পারবেন। এক্ষেত্রে প্রথমে আপনাকে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে।সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 250 টাকা এবং 30 দিনের মধ্যে কোন ব্যক্তিকে রেফার করে অ্যাকাউন্ট খোলাতে পারলে সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি ইক্যুইটি এবং কমোডিটি সেগমেন্টের কোন প্রোডাক্ট কেনেন তবে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 500 টাকা অর্থাৎ একজনেরকে রেফার করার মাধ্যমে আপনি 750 টাকা আয় করতে পারবেন মাথাপিছু।
তবে মাসপ্রতি সর্বোচ্চ 10 জনই একাউন্ট খুলতে পারবেনএই সংস্থায়। যার কারণে প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা উপার্জনের সুযোগ রয়েছে ঘরে বসেই। এছাড়াও রয়েছে এর থেকে বেশি আয়ের পথ! এক্ষেত্রে আইসিআইসিআই এর আওতায় আপনাকে পার্টনারশিপ শুরু করতে হবে। আপনার সম্পূর্ণ মার্কেট জ্ঞান, পূর্ব অভিজ্ঞতা, ক্লায়েন্ট বেস ইত্যাদির জ্ঞান প্রয়োজন হবে এছাড়াও মিউচুয়াল ফান্ড, বীমা অনলাইন ট্রেডিং প্রভৃতি চাকুরীর সাথে যারা পূর্বে যুক্ত ছিলেন তাদের অভিজ্ঞতা বিশেষভাবে কাজে প্রাধান্য দেয়া হবে এক্ষেত্রে।
সম্পূর্ণ প্রকল্পটির সুবিধা নিতে গেলে আপনাকে প্রথমে আইসিআইসিআই এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে “রেফার এন্ড আর্ন” অপশনটিতে ক্লিক করতে হবে এবং সেখানে যাবতীয় তথ্যাদি আপলোড করে ফরম পূরণ করতে হবে কিম্বা ব্যাংকের শাখায় সশরীরে উপস্থিত হয়ে সমস্ত ধরনের তথ্যাদি পূরণ করে আপনিও এই কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারবেন।