Breaking News

গোপন প্রেম নিয়ে অবশেষে মুখ খুলে হাটে হাঁড়ি ভাঙলেন শ্রাবন্তী

টলিউড কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায় কি প্রেম করছেন? সদ্য মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন তিনি, ছবিও পোস্ট করেছেন, কিন্তু সমস্ত ছবি নিজস্বী। অনেকের ধারণা শ্রাবন্তী একা যাননি। তার মোহময়ী রূপের ছবি সম্ভবত তুলে দিয়েছেন তার চর্চিত প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী।

তাহলে কি প্রেম করছেন শ্রাবন্তী?এতদিন ধরে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যাক্তিগত ইতিহাস চর্চার পাতায় ছিল। রোশন সিং এর সঙ্গে বিচ্ছেদের পর থেকে চর্চায় ছিলেন অভিনেত্রী। আইনত বিচ্ছেদ নিয়ে কম জল ঘোলা হয়নি তার।একুশের নির্বাচনের হারের পর শ্রাবন্তী চট্টোপাধ্যায় খবরের শিরোনামে আসেন,

তারমধ্যে রোশন সিং এর সঙ্গে বিচ্ছেদ আগুনে ঘি ঢালার মতন হয়। বর্তমানে আরও একবার প্রেমের মুখে অভিনেত্রী।তিনটে বিয়ে ভাঙ্গার পরেও কি বিয়েতে আস্থা আছে অভিনেত্রীর? আবারও কি নতুন প্রেমের সাগরে ডুব দিয়েছেন তিনি? সম্প্রতি, এক সংবাদমাধ্যমে মুখোমুখি হন শ্রাবন্তী। সেখানে তাকে সরাসরি প্রশ্ন করা হয় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী’কে নিয়ে।

কী উত্তর দিলেন অভিনেত্রী? শোনা যায় বর্তমানে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে পড়েছেন শ্রাবন্তী। এই কথা কতোটা সত্যি তা নিজেই জানালেন অভিনেত্রী। শ্রাবন্তী মজার ছলে বলেন যে, অভিরূপকে ডেকে জিগ্গেস করা দরকার। এরপরই নায়িকা জানান যে, ‘আপাতত আমি সিঙ্গল। অভিরূপ আমার খুব ভালো বন্ধু।

ভবিষ্যতে কী হবে জানি না, ভালোবাসা আসতেই পারে।আগে হয়তো হঠকারিতায় অনেক সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজের জন্য একটা টিশার্টও কিনেছিলাম, যেটায় লেখা ছিল, প্রিটি গুড অ্যাট ব্যাড ডিসিশনস। আমি এখন অনেকটা ম্যাচিওর, ফোকাস। নিজের কাজ নিয়ে সিরিয়াস, ভাবছি কীভাবে কাজের ক্ষেত্রে এগোব।‘ তাঁর কোন কোন গুন পছ্ন্দ শ্রাবন্তীর?

Check Also

২০ বছর বয়স হলে মে’য়েদের যা করতে ইচ্ছে করে!

ইশ্বর এই দুনিয়ায় মানুষকে দুটি রুপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। একটি হল পুরুষ আরেকটি হল মহিলা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *