2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের প্রাথমিক লক্ষ্য ছিল আধার কার্ডের সাথে সারা দেশবাসীর সবরকম পরিষেবাক্ষেত্রের সংযুক্তিকরণ। প্রথমদিকে এই আধার কার্ড নিয়ে বেশ কড়া মনোভাব দেখা গেলেও পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের তরফে আধার জালিয়াতির নানান ঘটনা প্রায়ই ধরা পড়তে থাকে। যার ফলে সম্প্রতি কেন্দ্রের তরফে বাতিল করা হয়েছে প্রায় ছয় লক্ষ আধার কার্ড।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর তরফে আধারকার্ড জনিত একটি প্রশ্নের উত্তরে এদিন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, আধার কার্ড জালিয়াতি রুখতে কেন্দ্রের তরফ থেকে বাতিল করা হয়েছে 5,98,999 টি ভুয়া আধার কার্ড। সরকার এই আধার কার্ডের সবগুলিকেই নকল আধার কার্ড বলে জানাচ্ছে।
শুধু তাই নয় আধার জালিয়াতি রুখতে আধার কার্ডের সাথে সংযুক্ত করা হয়েছে আরো উপযুক্ত ব্যবস্থা। বিগত বেশ কয়েক বছর ধরে সারা ভারতের নানান স্থান থেকে আধার জালিয়াতির একাধিক অভিযোগ উঠে আসতে থাকে এবং এই সারা ভারতজুড়ে আধার জালিয়াতি রুখতে ইউআইএডিআই কর্তৃপক্ষ আধার কার্ডের সাথে নতুন প্রযুক্তির সংযুক্তিকরণ ঘটিয়েছে।
আধার কার্ডের নতুন নথিভূক্তিকারীদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আধুনিক ফেস প্রযুক্তি। এছাড়াও নতুন আধার কার্ডের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বায়োমেট্রিক ও ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি। অত্যাধুনিক এই পদ্ধতি অবলম্বনে আগামী দিনে আধার কার্ড জালিয়াতি রুখতে কেন্দ্রীয় সরকার যে সফল হতে চলেছে এমনটাই বিশ্বাস কেন্দ্রের তরফে!