Breaking News

কি কারণে বিচ্ছেদ হয়েছিল প্রসেনজিৎ-দেবশ্রীর!

একটু পিছনে ফিরে তাকালে দেখা যাবে প্রায় গোটা কুড়ি সিনেমা প্রসেনজিৎ করেছেন দেবশ্রী রায়ের সঙ্গে, যার মধ্যে দর্শক মনে রেখেছে ১৯ শে এপ্রিল, অহংকার, লাঠি, রক্তে লেখা, আক্রোশ, মৌন মুখর এর মতন কিছু সিনেমা।

এরপর লম্বা পথ পার করেছেন দুজনেই।কেউ কারোর মুখোমুখি হননি। একটা সময় পর্দার সামনে হোক কিংবা পিছনে একসাথেই দেখা যেত তাদের। বিয়েও করেন দুজন রিয়েল লাইফে। সালটা সম্ভবত ১৯৯২।

কিন্তু, হায় রে কপাল,বাস্তবের সঙ্গে সঙ্গে পর্দাতেও ভেঙে যায় এই জুটি। টলি পাড়ায় সেই সময় গুঞ্জন ওঠে যে বিয়ের কয়েকদিন পর থেকেই তাদের মাঝে অশান্তি শুরু হয়ে যায়। বিয়ের পর বছর তিনেকের মধ্যেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন।

এরপর বুম্বা দা দ্বিতীয়বার বিয়ে করেন, ঘরে আসে একটি কন্যা সন্তান। পরবর্তীতে সেই বিয়েও ভেঙে যায়। অবশেষে অভিনেত্রী অর্পিতার সঙ্গে বিয়ে করেন তিনি, ঘরে আসে একটি মাত্র পুত্র সন্তান।বর্তমানে বুম্বা দার ছেলে বিদেশে পড়াশুনো করছেন।

আর বুম্বা দা সফল ভাবে কেরিয়ার গুছিয়ে নিয়েছেন। কিছু বছর আগেও ঋতুপর্ণা সেনগুপ্ত র সঙ্গে প্রাক্তন করলেন, কিন্তু দেবশ্রী রায়ের সঙ্গে আর জুটি বাঁধেনি তিনি। এমনকি দুজন দুজনের কথা শুনলে পুরোপুরি এড়িয়ে যান, নয়তো অসন্তুষ্ট হন।

Check Also

২০ বছর বয়স হলে মে’য়েদের যা করতে ইচ্ছে করে!

ইশ্বর এই দুনিয়ায় মানুষকে দুটি রুপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। একটি হল পুরুষ আরেকটি হল মহিলা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *