যে সে গাড়ি নয়! বরং এই গাড়ির গতিবেগ বুলেট ট্রেনের থেকেও অধিক,বিলাসবহুল এই গাড়ি অধিষ্ঠান করে শচীন টেন্ডুলকারের গ্যারেজে- এক কথায় যা মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে সেই গাড়িটিই মাত্র 3999 টাকা মূল্যে আজই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি! মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে এইবার রাজকীয় ব্র্যান্ড বিএমডব্লিউ নিয়ে এলো তার নতুন মোটরসাইকেল।
0 থেকে 60 মাইল প্রতি ঘন্টা গতিবেগে একটি বুলেট ট্রেনের ছুটে আসতে যেখানে সময় লাগে 37 সেকেন্ড,সেখানে মাত্র 2.9 সেকেন্ডে 60 মাইল প্রতি ঘন্টা বেগে ছুটে যেতে পারবে নতুন বিএমডাব্লিউ মোটরবাইক। শুক্রবারদিন গুরুগ্রামে বিএমডব্লিউ ট্রেনিং সেন্টারে নতুন বাইকের ওপর থেকে পর্দা উঠিয়ে এমনটাই দাবি জানালেন বিএমডব্লিউ গ্রুপ অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট বিক্রম পাওয়ার।
চেন্নাইয়ের বিএমডব্লিউ তৈরীর কারখানায় সম্পূর্ণ ইন্ডিয়ান যন্ত্রাংশ দিয়ে তৈরি এই বাইকের দুটি সংস্করণ ইতিমধ্যে বাজারে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে বিএমডব্লিউ জি 301 আর আর এর বাজার মূল্য রয়েছে 2 লক্ষ 25 হাজার টাকা এবং বিএমডব্লিউ 301আর আর স্পোর্টস স্টাইলের বাজার মূল্য রয়েছে 2 লক্ষ 99 হাজার টাকা। মধ্যবিত্তদের কথা চিন্তা করেই বিএমডব্লিউ মোটর রেড এবং টিভিএস কোম্পানি একত্রে তৈরি করেছে এই বিএমডব্লিউ বাইক যা মাসিক সামান্য কিছু কিস্তিতে আপনার ঘরে আনতে পারবেন।
পাহাড়ি রাস্তা অতি সহজে অতিক্রম করতে পারদর্শী এই বাইকটির ক্রেতাদের দেওয়া হবে একটি হেল্প অ্যাসিস্ট্যান্ট নাম্বার যাতে বিশ্বের যেকোন প্রান্তেই এই বাইক খারাপ হয়ে গেলেই ফোন ঘোরালে মিলবে সহায়তা। তবে শুধুমাত্র বিএমডব্লিউ বাইকই নয়,এদিন নতুন বিএমডব্লিউ ব্র্যান্ডের সুতির শার্টও লঞ্চ করা হয়েছে কোম্পানির তরফ থেকে। তাহলে আর দেরি কিসের? এখনই নিকটবর্তী শোরুমে গিয়ে মাত্র 3999 টাকা মাসিক কিস্তিতে আজই ঘরে নিয়ে আসুন আপনার স্বপ্নের বাইক!