Breaking News

আর ১৮ নয়, এবার ১৭ বছর হলেই ভোটার কার্ডের আবেদন করতে পারবেন, নয়া ঘোষণা কমিশনের

বদলে গেল ভোটার কার্ড আবেদনের বয়স! 18 নয় এইবার 17 পূরণ হলেই মিলবে ভোটার কার্ড। জাতীয় নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে অগ্রিম আবেদন করা যাবে আধার কার্ডের জন্য। বিগত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ইতিমধ্যেই রাজ্য সরকার ব্যবস্থা নেওয়া শুরু করেছে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

এতদিন পর্যন্ত ভারতীয় নাগরিকদের ভোটার তালিকায় নাম তোলার জন্য নূন্যতম 18 বছর বয়সী হওয়ার প্রয়োজন ছিল কিন্তু এখন আর তা রইল না। জাতীয় নির্বাচন কমিশনের নয়া নিয়মে জানানো হয়েছে,পহেলা জানুয়ারিতে 18 বছর বয়স হলেই ভোটার তালিকায় তোলা যেত তা বদলে,এখন থেকে 17 বছর বয়সীরাও আবেদন করতে পারবেন এক্ষেত্রে।

বিগত বছর সংসদের দুই কক্ষ নির্বাচনী আইন সংশোধন করে নতুন বিল পাশ করা করে। এই বিলটিতে একাধিক জনপ্রতিনিধিত্বমূলক আইনে পরিবর্তন আনা হয়। যার মধ্যে অন্যতম ছিল 18 বছরের বেশি বয়সীদের চারবার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ করে দেওয়া।

তবে এক্ষেত্রে কাট অফ বয়সের ক্ষেত্রে যাদের বয়স 2 জানুয়ারিতে 18 বছরে পরিণত হচ্ছিল তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল আর এই অসুবিধা দূরীকরণের জন্য এই নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। কেন্দ্রের এই নয়া নিয়ম অনুযায়ী আর গোটা এক বছর আবেদন করার জন্য অপেক্ষা করতে হবে না প্রার্থীকে।

এদিন নির্বাচন কমিশনের মাধ্যমে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে,”17 বছরের উর্ধ্বে যাদের বয়স তারা তালিকায় নিজের নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। পহেলা জানুয়ারিতে আবেদনকারীর বয়স 18 বছর হতে হবে এমনটা নয়!” অতএব আর দেরি কিসের। আপনি যদি 17 বছরের উর্ধ্বে হয়ে থাকেন তবে এখনই আবেদন করুন ভোটার কার্ডের জন্য! আর উপলব্ধ করুন আপনার জাতীয় প্রমানপত্র।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *