Breaking News

আরো মজাদার হবে ট্রেন সফর! মহিলা যাত্রীদের জন্য দারুণ উদ্যোগ নিলো ভারতীয় রেল

ভারতীয় রেল নিল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুধুমাত্র মহিলাদের জন্য এখন আর কোনো মহিলাকে রেলের সংরক্ষিত টিকিটের জন্য চিন্তা করতে হবে না। ভারতীয় রেল তাদের জন্য নিয়ে এসেছে সব সমস্যার মুশকিল আসান। মহিলাদের জন্য থাকবে এক বিশেষ ব্যবস্থা।

বাস, ট্রামের মতো ট্রেনেও এবার থাকবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন। এদই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ হলো মহিলা যাত্রীরা অনেক সময় বিপদে পড়েন আসন না পাওয়ার জন্য। তাই তাদের কথা চিন্তা করেই এই অভিনব উদ্যোগ নিল ভারতীয় রেল।

রেলমন্ত্রী জানান মহিলাদের জন্য মোট ছয়টি আসন সংরক্ষিত থাকবে দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাস কামরায়। শুধু তাই নয়। এমনকি সম্পূর্ন শীততাপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন গুলির তৃতীয় এসি কোচেরও আছে মহিলাদের জন্য ছয়টি সংরক্ষিত আসন। গরীব রথ, দুরন্ত, রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেন গুলিতে প্রাথমিকভাবে এই সুযোগ চালু করা হচ্ছে।

আশা করা হচ্ছে রেলের এই অভিনব উদ্যোগে লাভবান হবেন বিশেষত গর্ভবতী ও প্রবীণ মহিলারা। এইসব কথা মাথায় রেখেই তাদের জন্য রাখা হচ্ছে লোয়ার বার্থ। সূত্র মারফত জানা যাচ্ছে শুধুমাত্র গর্ভবতী ও ৪৫বছরের উর্দ্ধে মহিলারা এই সুবর্ণ সুযোগ উপভোগ করতে পারবেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে ট্রেনের কোচ সংখ্যা বিচার করেই সংরক্ষিত আসনের সংখ্যা নির্ধারণ করা হবে। এছাড়াও মহিলাদের সুরক্ষা দেওয়ার কথা চিন্তা করে আর পি এফ ও জি আর পি কে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। মহিলাদৈর জন্য এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *